প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে দক্ষিণ জেলা যুবলীগ নেতা ওসমান গণি রাসেলের আনন্দ মিছিল
শনিবার বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন শেষে আনোয়ারায় জনসভায় বক্তব্য রাখেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনোয়ারা উপজেলার বৈরাগ কেইপিজেড মাঠে জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন দক্ষিণ জেলা যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এএইচএম ওসমান গণি রাসেল।
শুক্রবার সন্ধ্যায় বন্দর কাফকো হাউজিং সোসাইটি থেকে মিছিলটি বন্দর কমিউনিটি সেন্টার হয়ে কেইপিজেডের জনসভাস্থলে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন,আবদুল হালিম, মো. হান্নান, এনামুল হক সুমন, ফোরকান চৌধুরী, সাজ্জাদ হোসেন, আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা আবদুল আজিজ টিপু, মো. সেলিম, মো. ফারুক, বোরহান উদ্দিন, ইফতেকার রোমান, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, তৌহিদুল আলম, আনোয়ার হোসেন, খোরশেদ মানিক, সোহেল, মো.আয়ুব, রুবেল, মো. তারেক, সাহাব উদ্দিন, সাইফ উদ্দিন, ছাত্রলীগ নেতা আলী আজগর, মো. হাসান, সোহেল, মোস্তাফিজ, জিয়া, মোবারক ও মো. হানিফ।