বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলা যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্য্যক্রম উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ অফিসে শুরু হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) বিকাল ৩ টায় চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীনের সভাপতিত্বে ও নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন নিলুর সঞ্চালনায় এই কার্য্যক্রম শুরু হয়।
এসময় নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের সুযোগ করে দেওয়ায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এম রাশেদুল আলম ও মোহাম্মদ শাহজাহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ রানা, আইনুল কবির জুয়েল, শহীদ মেম্বার, নুরুল হাদি সুজন, মাইনুল ইসলাম ডিউক, শওকত আজিম রিংকু, কাওসার হোসেন, বাবলু, এমএ মান্নান, সবুজ, মীর হোসেন, রিফাত হোসেন, রাজু ত্রিপুরা, সাইফুল ইসলাম, জাবেদ, টিপু, আজমীর, কাউসার হামিদ, হোসাইন, রাকিব উদ্দিন, কৌশিক, নোমান, ফরহাদ হোসেন রিমন, মেজবা উদ্দিন, তানভীর হোসেন, মিরাজ, আবদুল্লাহ আল নোমান, নাঈম, নোমান, মনা প্রমুখ।