রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সড়ক নিরাপত্তা সচেতনতা সেমিনার

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর আয়োজনে সড়ক নিরাপত্তা সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চিটাগাং ক্লাবে রোটারি ক্লাবের সভাপতি জামাল উদ্দীন সিকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি বক্তা ছিলেন এন্টি টেররিজম চট্টগ্রামের এডিশনাল ডিআইজি মোঃ মুসলেম।

এসময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারী মোহাম্মদ আকবর হোসেন, এডিশনাল এরিয়া ডাইরেক্টর পিপি এমাদাদুল আজিজ চৌধুরী, এসিসটেন্ড গভর্ণর পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, পিপি মুহাম্মদ ইউসুপ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাহউদ্দিন, ক্লাব সেক্রেটারী মোহাম্মদ বেলাল, রোটারিয়ান জাহাঙ্গীর, শওকত আকবর, ফারিহা তাবাস্সুম চৌধুরী, ইউসুপ আলী, শেখ ফরিদ, এমএ মতিন, মোঃ মাসুদ, আহমেদ ইসমাইল, নাঈম হাসান, বাতেন, ইফতি, কাউছার প্রমুখ।

এতে বক্তারা বলেন অবকাঠামোগত উন্নয়নের পরও রোডক্র্যাসের সার্বিক হার কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা, যা আমাদের জন্য উদ্বেগজনক। অথচ এসব অনাকাঙ্খিত মৃত্যু প্রতিরোধযোগ্য। সড়কে নিরাপত্তা নিশ্চিতে সেইফ সিস্টেম আলাদা আইন প্রনয়ন ও বাস্তবায়ন জরুরী।