বোয়ালখালীতে আগুনে পুড়েছে তিন পরিবারের সর্বস্ব

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি বসতঘর আগুনে পুড়ে অন্তত ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ পরিবার। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৫ জানুয়ারি )আনুমানিক রাত ৮টার দিকে বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছনদন্ড এলাকার হাজী জাকের হোসেন সওদাগর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী বলেন,আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে আগুনে বেগমা খাতুন, মো.সজীব, মো. লোকমান ও মো. ইমরানের বসতঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের কথা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরিবারের সদস্যরা বলেন,কোনো কিছু রক্ষা করতে পারেনি। আগুনে ঘরের সব মালামাল পুড়ে গেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মো.সাইদুর রহমান বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি কাঁচা বসতঘর ও তিনটি রান্নাঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।

আরও পড়ুন