হত্যা মামলার পলাতক আসামী ২০ বছর পর গ্রেপ্তার

চট্টগ্রামে ২০ বছর ধরে পালিয়ে থাকা হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২ অক্টোবর) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ফজল হক (৫৫) লক্ষীপুর জেলার রামগতি থানার চর আফজল ইউনিয়নের মৃত মাহে আলমের ছেলে।

র‌্যাব জানায়, ২০০৩ সালের ১৭ এপ্রিল নোয়াখালী জেলার হাতিয়া থানার চর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সংঘর্ষে আসামী ফজল হক ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে কয়েকজনকে আহত করে। এতে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় হাতিয়া থানায় ৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সে মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী ফজল হক এতদিন পলাতক ছিলেন।

গ্রেপ্তার হওয়া ফজল হক সপরিবারে চট্টগ্রাম এসে আত্মগোপণে ছিল। সে নিজেকে আড়াল রাখতে রাজমিস্ত্রীসহ নানা দিনমুজরি কাজে জড়িত ছিলো। সর্বশেষ নগরীর বায়েজিদ এলাকার একটি বসতবাড়ির সিকিউরিটি গার্ড হিসেবে চাকুরি করে আসছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন