বাঁশখালীতে ডক্টর রফিকুল আলমের জানাযা সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও আরবী বিভাগের প্রফেসর ডক্টর এস.এম রফিকুল আলমের জানাযা মঙ্গলবার বেলা ২টার সময় উপজেলার শীলকূপ ইউনিয়নে মরহুমের বাড়ী সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে। এ সময় জানাযার নামাযের ইমামতি করেন মরহুমের শ্বশুর পেকুয়া বারবাকিয়া ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ এইচ এম বদিউল আলম।

মরহুমের জানাযায় অংশ নেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, চট্টগ্রাম চেম্বারের পরিচালক, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, বাঁশখালী সরকারী আলাওল কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, বীর মুক্তিযুদ্ধা আহমদ ছফা, শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মাওলানা মোর্রশেদুল আলম ফারুকী, সাতকানীয়া আলিয়া এম.ইউ মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুনিরুল আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত সোমবার ভোরে নামাযরত অবস্থায় হঠাৎ ব্রেইন স্ট্রোক হলে চট্টগ্রাম নগরীস্থ বেসরকারী ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে অবস্থা আশংকাজনক হলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার সময় কুমিল্লা ইষ্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার জানাযা শেষে মরহুমের লাশ শীলকূপের তাঁর নিজ বাড়ীস্থ খতিমা পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

আরও পড়ুন