চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সরকারি রাস্তা দখল করে ব্যবসা করার দায়ে ১০ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার( ১লা অক্টোবর)বিকেলে বোয়ালখালী কানুনগোপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন ও বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) জনাব নুসরাত ফাতেমা চৌধুরী।
এ সময় উপস্হিত ছিলেন ৬নং পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ৯নং আমুছিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজল দে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে বোয়ালখালী থানা পুলিশ।
বোয়ালখালী প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি রাস্তার পার্শ্বে অবৈধ দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে সড়কে যানবাহন এবং জনসাধারণের চলাচল ব্যাহত করায় ১০ ব্যবসায়ীকে ১০টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন বলেন, সরকারি রাস্তা দখল করে ব্যবসা করায় ১০ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।