চট্টগ্রামের আনোয়ারায় শ^শুড়বাড়ীতে আগুন দেয়ার ঘটনায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক জামাইকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) বন্দর নগরীর পাঁচলাইশ থানার রহমান নগর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জামাই মোঃ রকিবুল হাসান মিন্টু (৩৬) আনোয়ারা উপজেলার মাহাতা ইউনিয়নের মোঃ কাজী মিয়ার ছেলে। সে গত ১০ বছর ধরে পলাতক ছিলো।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত রকিকের সাথে ফিরোজা আক্তার নামে এক নারীর বিয়ে হয়। এরপর ২০১৩ সালের ১১ জুন রাতে রকিব তার সহযোগীদের নিয়ে তার শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়িটির প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত রকিব। তবে তার অনুপস্থিতিতে আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, দন্ডপ্রাপ্ত আসামি ১০ বছর ধরে পলাতক ছিলেন। শুক্রবার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।