চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ৫২ পিস ইয়াবাসহ আহমদ নবী (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ পূর্ব হাছনদন্ডী ছিবাতল এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
আটককৃত আহমদ নবী বাঁশখালী থানার চাম্বল ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আব্দুল আলী সিকদার পাড়ার মৃত মো. ছিদ্দিকের ছেলে।
জানা গেছে, রবিবার দুপুরে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিমের টহল চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫২পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আহমদ নবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।