বোয়ালখালীতে শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নে মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার স্লোগানকে সামনে রেখে নারী নির্যাতন,ধর্ষণ, ইভটিজিং,সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক,জুয়া,কিশোর গ্যাং,বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১২ আগষ্ট) দুপুর ১২টায় বোয়ালখালী থানার উদ্যোগে ৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। ০৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন এলাকার বিট পুলিশিং ৮নং এর দায়িত্ব প্রাপ্ত পুলিশ পরিদর্শক (এসআই )কামাল উদ্দিন ও পুলিশ
পরিদর্শক (এএসআই)ছোটন চন্দ্র দাশের পরিচালনায় এবং ৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারমের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসহাব উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন সহ শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নে ইউপি সদস্য ,রাজনৈতিক,ধর্মীয় ও মহিলা নেতৃবৃন্দ।

সভায় বক্তব্যে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসহাব উদ্দিন বলেন, পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের যেকোন সমস্যা আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাব দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা দিতে।বোয়ালখালী উপজেলার মাদক সেবী ও মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত অসৎ উদ্দেশ্য যাতাযাত করে। আমরা সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাব তাদেরকে প্রতিহত করতে।

আরও পড়ুন