বোয়ালখালীর করলডেঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নে মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার স্লোগানকে সামনে রেখে কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) বিকাল ৩ টায় বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বোয়ালীকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসহাব উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমনসহ আহলা করলডেঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ।

সভায় বক্তব্যে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসহাব উদ্দিন বলেন, বোয়ালখালী উপজেলায় মাদক সেবী ও মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত অসৎ উদ্দেশ্য যাতাযাত করে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব তাদেরকে প্রতিহত করতে। পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়।

আরও পড়ুন