জানা হলোনা এসএসসি’র ফল : ঢাকায় গিয়ে ছিনতাইকারীর খাতে খুন পটিয়ার রোহান
আগামী ২৭ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল বের হওয়ার কথা রয়েছে। ফলাফল জানার ১৭ দিন আগেই পটিয়ার মাইফুলা কবীর কারিগরি স্কুলের এসএসসি পরীক্ষার্থী রোহান (১৫) ঢাকার কাঁচপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার সাথে তার অষ্টম শ্রেণি পড়ুয়া ভাই রিপনও ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে এখন মূর্মূর্ষু অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।
নিহত ও আহত দুই ভাই পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের পেয়ার মোহাম্মদ বাড়ির মো: হোসেন মফিজের পুত্র।
পরিবারের পক্ষ থেকে বোরহান নামে তাদের এক জ্ঞাতী ভাই জানিয়েছেন, পারিবারিক অস্বচ্ছলতার কারণে এক আত্মীয় তাদের দুভাইকে নারায়নগঞ্জে টিকে গ্রুপের কারখানায় শ্রমিকের কাজ করতে আমন্ত্রণ জানায়। সোমবার রাতে তারা দুই ভাই সামান্য কিছু নগদ টাকা ও একটি মোবাইল নিয়ে ঢাকার পথে রওয়ানা হয়। রাত ৪ টায় তারা কাঁচপুর নামে। সেখান থেকে নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হওয়া মাত্রই ছিনতাইকারী তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোবাইল ও সাথে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
এতে একভাই ঘটনাস্থলে মারা গেলেও অপর ভাই ঢাকা মেডিকেলে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।