পটিয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের পটিয়া পৌরসদরে ৪ খাবারের দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার এবং বিএসটি আই ।

পটিয়া পৌরসদরে জমিরিয়া মাদরাসা রোডের খাঁন বেকারীকে বিএসটিআই আইন না মেনে বেকারী পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা  এবং পাশের বিওসির রোডের এন আর গোল্ডেন বেকারীকে ২৫ হাজার এবং পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের সামনে চন্দ মিষ্টি ভান্ডার ও আদর্শ মিষ্টি ভান্ডারকে  অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করার দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

ভ্রামামাণ আদালত পরিচালনাকারী পটিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন সানি বলেন, এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং পটিয়াতে ভেজাল খাদ্য দ্রব্য তৈরী বা পরিবেশন করতে যেনো না পারে সেই বিষয়য়ে সবসময় সর্তক থাকবে প্রসাশন।

আরও পড়ুন