পটিয়ায় দেড় হাজার ইয়াবাসহ আটক ১
ঢাকা যাওয়ার পথে ১৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। আটক মাদক কারবারীর নাম সাজু ইসলাম (২৫) । সে ঢাকা সিটির দক্ষিণ খান ৪৯ নং ওয়ার্ডের পূর্ব মোল্লার টেক সর্দার পাড়ার সাইফুল ইসলাম ও হলেকা বেগমের ছেলে। আটক ইয়াবার মূল্য আনুমানিক ৪৫ লক্ষ টাকা।
পটিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের কচুয়াই এলাকায় চেক পোস্ট বসিয়ে একটি সাদা রঙ্গের প্রিমিও প্রাইভেট কার (নম্বর ঢাকা মেট্টো-গ-৩৪-৮১০৭)কে থামার সংকেত দিলে সেটি পুলিশকে কাটিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করলে গাড়িতে থাকা ইয়াবাসহ মাদক পাচারকারি সাজু ইসলামকে পাওয়া যায়। সাজু ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ঘুর্ণিঝড় মোখার কারণে পুলিশ ব্যস্ত থাকার সুযোগ নিয়ে তিনি ইয়াবাগুলো ঢাকায় পাচার করছিলেন।
ইয়াবা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন পুলিশের উপপরিদর্শক মোফাজ্জল হোসেন।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, আটক ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং গাড়িটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।