সন্দ্বীপ উপজেলায় লাঙ্গল পেলো হাছান
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় যুব-সংহতির সহ-সভাপতি এম এ হাছান।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সভাপতিত্বে সভায় সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপির উপস্থিতিতে মনোনয়ন চূড়ান্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
সন্দ্বীপ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এ হাছান জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সন্দ্বীপ উপজেলা সভাপতি ও হরিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ ছালাম এর পুত্র।
উল্লেখ্য, সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে, মনোনয়নপত্র দাখিল ২৭এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল,
মনোনয়নপত্র প্রত্যাহার ৮ মে, প্রতীক বরাদ্দ ৯ মে এবং ২৫ মে বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে।