বোয়ালখালীতে কৃষি জমির মাটি কেটে গুনলো ৮০হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কৃষি জমি থেকে অবৈভাবে মাটি উত্তোলন করে বিক্রি করার দায়ে আবু তালেব (৪২) নামের এক ব্যক্তিকে ৮০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ১টি স্কেভেটর ও ১ টি ট্রাক জব্দ করা হয়।

শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার গোপন সংবাদের ভিত্তিতে দিকে বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের শরীফ পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন বলেন, “কৃষি জমি টপসয়েল কর্তন আমাদের খাদ্য উৎপাদনকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হতে হবে।

আরও পড়ুন