মিরসরাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) সকালে জোরারগঞ্জ হাইওয়ে থানা প্রাঙ্গন থেকে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি বের করা হয়।
র্যালিটি ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের চৌধুরীহাট বাজার প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মামুন মিয়া, এসআই কামরুল আলম, এএসআই নেয়ামত উল্ল্যাহ, গোলাম রব্বানীসহ থানার অন্যান্য পুলিশ সদস্য, কমিউনিটি পুলিশের সদস্য এবং বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।