হাটহাজারীতে নিরাপদ সড়ক চাই দিবস পালিত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে নিরাপদ সড়ক চাই দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার ভূমি মোঃ আবু রায়হানের সভাপতিত্বে ও পরিচালনায় র‌্যালী পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, টিআই মোঃ বখতিয়ার, প্রেসক্লাব সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আসলাম পারভেজ, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য এডভোকেট বাসন্তী প্রভা পালিত, ফতেপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ, নিরাপদ সড়ক চাই হাটহাজারী উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এসময় বক্তারা সড়কের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি তারা এর সম্ভাব্য বিভিন্ন সমাধানের বিষয়ে আলোকপাত করেন। উপজেলার বিভিন্ন স্থানে যানজটের কারণ নিয়েও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বিশেষত, অদক্ষ ডাইভার নিয়োগ থেকে বিরত থাকা, টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে বিআরটিএ কতৃক লাইসেন্স সরবরাহ বন্ধ, বিভিন্ন বাজারের কারণে সড়ক দিয়ে মানুষের ঝুঁকি নিয়ে চলাচল বন্ধ কিংবা বাজার রাস্তা থেকে সরানো সহ নানা প্রস্তাব তুলে ধরেন বিভিন্ন বক্তা।

এসময় প্রশাসন কর্তৃক এইসব বিষয় মাথায় রেখে সামনের দিনগুলোতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভাশেষে, নিরাপদ সড়ক চাই হাটহাজারী উপজেলা শাখার পক্ষ থেকে এসময় দুটি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।