মিরসরাইয়ে বিনামূল্যে বীজ বিতরণ

মিরসরাইয়ে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কিছমত জাফরাবাদ গ্রামে আই.সি. কর্পোরেশনের সৌজন্যে মিরসরাই বীজ গ্রাম প্রাঙ্গনে এসব বীজ বিতরণ করা হয়।

মিরসরাই বীজ গ্রামের সভাপতি ও আই.সি. কর্পোরেশনের পরিচালক ইমাম উদ্দীন চৌধুরী ইমন কৃষকদের মাঝে এসব বীজ তুলে দেন।

উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়ন ও ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের ৩০ জন কৃষকের মাঝে বিএডিসি’র উচ্চফলনশীল ও মানসম্মত ভিত্তি খেসারী বীজ ও বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এই বীজ বিতরণ করা হয়েছে আই.সি. কর্পোরেশনের উদ্যোগে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ গ্রামে বিএডিসি চট্টগ্রামের সেচ বিভাগের বাস্তবায়নে ৬ শতক জায়গার উপর নির্মাণ করা হয় ‘মিরসরাই বীজ গ্রাম’। সেখানে স্থানীয় কৃষকরা বিভিন্ন ধরণের বীজ সংরক্ষণ করে আসছেন।

আরও পড়ুন