চট্টগ্রাম বিমান বন্দরে কর্মরত বহত্তর কুমিল্লাবাসীর ইফতার মাহফিল সম্পন্ন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত বৃহত্তর কুমিলাবাসীর সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতি শাহ আমানত বিমান বন্দর ( (GCA SAIA) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৪ এপ্রিল) বিমান বন্দর আবাসিক কলোনীতে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রকৌশলী মোঃ সানাউল্লাহ। সমিতির সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম মজুমদার মুন্নার সঞ্চালনায় উক্ত আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার, মো. ইমরান চৌধুরী, সফিকুল ইসলাম, শ্রী পলাশ পালসহ সংগঠনের কার্যনির্বাহী নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ। এতে দোয়া এবং মুনাজাত পরিচালনা করেন বিমানবন্দর সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওলানা নাজমুল হুসাইন।
এতে সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোঃ সানাউল্লাহ বলেন, রমজানের সিয়াম সাধনায় উদ্ধুদ্ধ হয়ে সবাইকে মানবিক ও সামাজিক উদ্যোগে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। তাছাড়া নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি ও ভ্রাতৃত্ব বাড়াতে আঞ্চলিক এ সংগঠনের বিকল্প নেই। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।