চট্টগ্রামে নবাগত ডিসির সাথে সড়ক পরিবহন মালিক গ্রুপের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক (ডিসি) এ.বি.এম ফখরুজ্জামানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মালিক গ্রুপের নেতৃবৃন্দরা।
এসময় জেলা প্রশাসক যোগাযোগ ব্যবস্থা আধুনিক করার গুরুত্বারোপ করে সকল পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আধুনিক গাড়ি দিয়ে যাত্রীদের চলাচল অবাধ সুযোগ সৃষ্টির করতে হবে। যাত্রীদের নিরাপদ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এতে মালিকপক্ষ সার্বক্ষনিক মনিটরিং করা উচিৎ। সড়কের উপর বাজার না বসা, রাস্তার পাশে পণ্য মজুদ না করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, কার্যকরী সভাপতি সৈয়দ হোসেন, সহ-সভাপতি আজিম খান, অতিরিক্ত মহাসচিব আহসানউল্লাহ চৌধুরী হাসান, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, চট্টগ্রাম খাগড়াছড়ি মালিক সমিতরি যুগ্ম সম্পাদক মো. জাফর, মো কামাল উদ্দিন, মো. মনসুর আলম।