নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে ডিবিসিসিআই ও লাবিসিসিআই প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের নব নির্বাচিত রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এবং ল্যাটিন আমেরিকা-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (লাবিসিসিআই) এর একটি প্রতিনিধি দল। চেম্বারের সভাপতি মোঃ আনোয়ার শওকাত আফসার ও তার প্রতিনিধি নবনির্বাচিত রাষ্ট্রপতি সাক্ষাৎ করেন।

সোমবার (৬ মার্চ) নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

ডিবিসিসিআই এবং লাবিসিসিআই যৌথভাবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (BIDA) এর সাথে BENELUX এবং ল্যাটিন আমেরিকাতে আগামী ৬-১৭ মে ২০২৩ এ একটি বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে যাচ্ছেন। যেটির “Bangladesh Investment B2B (Business to Business) event in BENELUX & Latin America-2023” নামকরণ করা হয়েছে।

বাণিজ্য প্রতিনিধি দল ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ বেনেলাক্স অঞ্চল-বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ এ ৬-১২ মে ২০২৩ এবং ল্যাটিন আমেরিকা অঞ্চল-আর্জেন্টিনা এবং ব্রাজিলে ১২-১৭ মে ২০২৩ এ অনুষ্ঠানসমূহে অংশ নিবেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO), পররাষ্ট্র মন্ত্রণালয়, বিডা, বেজা, এবং হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রতিনিধিগন এতে অংশ নিবেন।

চেম্বারের সভাপতি আফসার এবং চেম্বারের স্থায়ী কমিটির সভাপতি, ইউরোপ এবং লাতিন আমেরিকার সম্ভাব্য বাজার এর সম্ভাবনার কথা বলেন এবং নির্বাচিত দেশগুলি থেকে সরাসরি বিদেশী বিনিয়োগ আকর্ষণ করার আশা করেন। এ সময় চেম্বারের পরিচালনা পর্ষদ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন