প্রতিনিয়ত আবহাওয়ার পূর্বাভাস জানার অভ্যাস গড়ে তুলতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি :: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ বলেন, ভৌগলিক কারণে বাংলাদেশকে প্রতিবছর উষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়, মৌসুমী নিম্নচাপ, বজ্রঝড় অথবা কালবৈশাখী, ভারী ভর্ষণ এবং বজ্রপাত বন্যা খরার সম্মুখীন হতে হয়। তাই চরম আবহাওয়াজনিত দুর্যোগ থেকে রক্ষা পেতে আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে প্রতিটি কার্যক্রমের সূচী নির্ধারণ করি তবে সময় এবং অর্থ অপচয় রোধের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিবার ও সমাজকে অনেকাংশে রক্ষা করতে সক্ষম হবো।

মঙ্গলবার (২৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম এর আয়োজনে সার্কিট সাউসের সম্মেলন কক্ষে আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ প্রকল্পের অধীনে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে জনসচেতনতামূলক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, কৃষক থেকে শুরু করে সরকারি-বেসরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা সকলের কাছে আবহাওয়া বিষয়ক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রতিনিয়ত আবহাওয়া বার্তা আপডেট দিয়ে যাচ্ছে। আপডেট করা আবহাওয়া সতর্কবার্তা প্রতি তিনদিন পর্যন্ত প্রদত্ত তত্তে¡র অনেকটা কাছাকাছি কার্যকর হয়। তাই যে কোন কার্যক্রম শুরু করার আগে আবহাওয়ার কথা বিবেচনা করে কার্যক্রম হাতে নিলে আনেকাংশে নিজেদের সম্পদ রক্ষা করা যায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম এর অঞ্চলিক পরিচালক সৈয়দ আবুল হাসান এর সভাপতিত্বে সেমিনারে সরকারি বিভাগীয় এবং জেলা পর্যায়ের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন