বরিশালে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি :: ‘মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভাগীয় কর্মশালা’ আজ বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন প্রধান অতিথি ছিলেন।

বরিশাল বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: আজহারুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো: আ: হামিদ খান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম ।
প্রধান অতিথির বক্তৃতায় যুব ও ক্রিড়া সচিব বলেন, তরুণরাই দেশ জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র। জাতির আগামী দিনের কর্ণধার। তারাই হলো দেশকে এগিয়ে নেয়ার মূল চালিকাশক্তি। তবে আমাদের দেশের বেকার তরুণ ও যুব সমাজের একাংশ নানাভাবে জড়িয়ে যাচ্ছে মরণ নেশা মাদকের সঙ্গে। এ নেশা এমনই যা ধীরে ধীরে বিবর্ণ করে দিচ্ছে আমাদের তারুণ সমাজকে। নষ্ট করে দিচ্ছে দেশের ভবিষ্যৎ। আমাদের দেশে রয়েছে পর্যাপ্ত তারুণ্যনির্ভর জনশক্তি। দেশের এ মূল্যবান সম্পদ মাদকের কবলে পড়ে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি দেশের অর্থনীতিও হচ্ছে বিপর্যস্ত। বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন । তিনি আরও বলেন, নেশার ছোবলে পড়ে বেকার যুবসমাজ কর্মশক্তি, সেবার মনোভাব ও সৃজনশীলতা হারিয়ে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধন করছে। সরকার যুব সমাজকে আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে স্বল্প সুদে উদ্যোক্তা ঋণ দিচ্ছে। যুবকদের শুধু আত্মকর্মী হলেই হবে না, তাদের মাদক থেকেও দূরে থাকতে হবে।
কর্মশালায় অন্যান্য বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। এছাড়া মাদকের ভয়াবহতা রোধ করতে হলে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বর্তমান পৃথিবীতে যত জটিল ও মারাত্মক সমস্যা রয়েছে তারমধ্যে অন্যতম হলো মাদক সংক্রান্ত। যুদ্ধবিগ্রহের চেয়েও এটা ভয়ংকর। কোন যুদ্ধের মাধ্যমে একটি জাতি-গোষ্ঠীকে ধ্বংস করতে চাইলেও একেবারে তা সম্ভব নয়, যা কিনা মাদকতার মাধ্যমে সম্ভব বলে বক্তারা মন্তব্য করেন।

কর্মশালায় বিভিন্ন জেলার যুব উন্নয়ন কর্মকর্তা, যুব সংগঠক, আত্মকর্মী যুব উদ্যোক্তা ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নেয়া বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন