দেবাশীষ পাল দেবু’র উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উদযাপন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু ।

শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে নগরীর ব্যারিষ্টার সুলতান আহম্মদ চৌধুরী ডিগ্রি কলেজে ছাত্রী মিলনায়তনে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিনামূল্যে ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের ভেন্ডিং মেশিন উদ্বোধন এবং ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডোর গেমস উপকরণ প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় দেবাশীষ পাল দেবু বলেন, প্রধানমন্ত্রী দেশের সম্মান ও স্বকীয়তায় ভিন্নমাত্রা যোগ করেছেন। দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে অনুকরণীয় নেতৃত্বে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের আধুনিক ও নান্দনিক অবস্থান শেখ হাসিনারই অবদান বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এস.এম.তৈয়ব এর সভাপতিত্বে সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি জাকের আহম্মদ খোকন, উপাধ্যক্ষ অধ্যাপক এহতেশামুল হক, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ওয়াহিদুর রহমান, অধ্যাপক পারভীন আক্তার, আইটি বিশেষজ্ঞ সবুজ দাশ, একাডেমিক কাউন্সিল সদস্য অধ্যাপক আতিক উল্লাহ চৌধুরী, প্রভাষক সুরাইয়া আক্তার, প্রভাষক সোহানা বিনতে ওয়াহাব, ছাত্র সংসদ এর ভিপি জাহিদ হোসেন খোকন, জিএস জিয়াউদ্দিন জিয়া, ‘কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মো: আরমান, ফারুক হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক তানভীর নেওয়াজ কাজল, ছাত্র নেতা, সারূপ, নুসরাত জাহান শাওন প্রমূখ।

আরও পড়ুন