ঢাবিতে হামলার প্রতিবাদে চবি ছাত্রদল’র বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে ছাত্রদল-ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠানে যাওয়ার পথে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৮ সেপ্টেম্বর ২০২২ ইং) দুপুর ২টায় ষোলশহর রেলওয়ে স্টেশনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটি বৃহৎ ছাত্র সংগঠনের নেতাদের ওপর কোন কারণ ছাড়া হামলা প্রমাণ করে সরকার ও তাদের অনুগত সংগঠন গণতন্ত্র বিশ্বাস করে না। তারা পেশি শক্তির জোরে মাস্তানী করে ক্ষমতায় টিকে থাকতে চায়। ইতোমধ্যে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে তাদের নগ্নতা পুরো বিশ্ববাসী অবলোকন করছে। ধর্ষণ, গুম, খুন, টেন্ডারবাজিতে ব্যস্ত এসব ছাত্র নামধারী কুলাঙ্গারদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রদল তাদেরকে প্রতিহত করতে বাধ্য হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি শাহাদাত হোসেন, আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নকিব উদ্দিন চৌধুরী, মো: হিসাম উদ্দিন, মিসবাহ উদ্দিন নাসিম, মোহাম্মদ হাসান, আসাদুল হাবিব, জীববিজ্ঞান অনুষদের সদস্য সচিব অহিদুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদের সদস্য সচিব আবু শাহাদাত মো: আদিল, কলা অনুষদের আহবায়ক ছালামত উল্লাহ সালাম, আব্দুর রব হলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য আতিকুর রহমান, মো: ইউসুফ, মোঃ সোয়াইব, মোঃ কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, সোহেল আহমেদ, হারুন রশিদ, মোঃ তমাল হোসেন, মোঃ মহসিন, রাশেদ উল্লাহ, মোঃ শাহজান, আরিফুর রহমান, নোমান, হুমায়ন রহমান, আব্দুল কাদের, জিল্লুর রহমান, তৌহিদ, রিদয় হোসেন ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম, শাহাদাত হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ আল মামুন মোর্শেদ মীর্জা, রাকিবুল ইসলাম, রাজু, মোহাব্বত, রফিক, তৌহিদ, আয়ুব, পারভেজ, ফয়সাল, সেলিম, দিদার, মোমিন, সনজয়, ওমর ফারুখসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।

আরও পড়ুন