চুয়েট পদার্থ বিজ্ঞান বিভাগের পোস্ট-গ্র্যাজুয়েট ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পদার্থ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। রবিবার ( ১১ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১২টায় বিভাগের সেমিনার কক্ষে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. স্বপন কুমার রায়।
এ সময় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মহি উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন, অধ্যাপক ড. এইচ.এম.এ.আর. মারুফ, সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফ আলী, সহযোগী অধ্যাপক ড. অনিমেশ কুমার চক্রবর্ত্তী, সহযোগী অধ্যাপক ড. নুসরাত জাহান, সহকারী অধ্যাপক ড. মো. মুক্তার হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পোস্ট-গ্র্যাজুয়েট সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী ও শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন।