হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরীকে সংবর্ধনা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর নিযুক্ত হওয়ায় ভিসি অফিস ও রেজিস্ট্রার অফিসের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার ( ২৮ আগস্ট ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এতে সংবর্ধেয় অতিথি ছিলেন রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালনকারী বিদায়ী অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
এ সময় রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার নাজনীন আকতার ও উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান।
এতে সমাপনী বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার মো. নুরুল হুদা।
অনুষ্ঠান শেষে বিদায়ী রেজিস্ট্রারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়।