চট্টগ্রাম জামালখান ওয়ার্ড বিএনপির গণমিছিল অনুষ্ঠিত
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিদ্যুতের লোডশেডিংকে যাদুঘরে পাঠিয়েছেন বলে আওয়ামী মন্ত্রীরা জাতির সামনে যে নিত্য করেছিলো তার করুণ পরিণতি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। চট্টগ্রামসহ সারাদেশে এখন ৫/৬ ঘন্টা লোডশেডিং থাকছে। মানুষ রাতের বেশীর ভাগ সময় অন্ধকারে নিমজ্জিত থাকে। মূলত: শেখ হাসিনার তথাকথিত উন্নয়নের মোড়কের ভেতরটা ছিল ফাঁপা। এই ধরণের পরিস্থিতি সরকারের ব্যর্থতা ও অনৈতিক কর্মকান্ডের কারণে হয়েছে। দুর্নীতির অবাধ সুযোগ করে দিয়ে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। এখন মোড়কের আবরণ ছিঁড়ে আস্তে আস্তে বের হচ্ছে জরাগ্রস্ত কাঠামো। দেশের পরিস্থিতি যে ক্রমান্বয়ে শ্রীলঙ্কার পরিণতি বরণ করতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
তিনি বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বিকালে নগরীর কাজীর দেউরী মোড়ে জামালখান ওয়ার্ড বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ অসহনীয় লোডশেডিং এবং ভোলায় গুলিতে নূরে আলম ও আবদুর রহমানকে হত্যার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি নগরীর কাজীর দেউরী মোড় থেকে শুরু করে নুর আহম্মদ সড়ক, লাভ লেইন হয়ে বৌদ্ধ মন্দির মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জামালখান ওয়ার্ড বিএনপির আহবায়ক ও কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আবদুল মান্নান আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, মহিলাদলের সাবেক সভাপতি মনোয়ারা বেগম মনি, কোতোয়ালি থানা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু মো. চৌধুরী, হাজী আবু মহসিন চৌধুরী, দিদারুল ইসলাম, মো. কামাল উদ্দিন, বেলাল উদ্দিন চৌধুরী, কাজি শাহজাহান, মো. সেলিম, তৌহিদুস সালাম নিশাদ, আবু নাসের চৌধুরী পিয়ারু, দিদারুল আলম, আকবর হোসেন, সৈয়দ হারুনুর রশিদ, এফ এ এফ রুমি, তসলিমা আহম্মেদ তাসনু, এম এ জলিল, নুর হোসেন, ওমর ফারুক চৌধুরী, মন্জুর হোসেন, মো. আলি, কিং মোতালেব, ইমরান হোসেন, মো. হানিফ, আনোয়ার হোসেন প্রমূখ।