সেনা সদস্যদেরকে হেনস্থা : চট্টগ্রাম আরএনবি’র ৪ সদস্য বরখাস্ত
টেনে ওঠা নিয়ে সেনা সদস্যকে লাঞ্চিত করার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে বুধবার (২৪ আগষ্ট) দিবাগত রাতে চট্টগ্রাম রেল স্টেশনে সেনাবাহিনী, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে জিজ্ঞাসাবাদ চালায় ও ঘটনায় জড়িত রবিউল ইসলাম নামের নিরাপত্তা বাহিনীর এক হাবিলদারকে র্যাব কার্যালয়ে নিয়ে যায়।
বৃহষ্পতিবার (২৫ আগস্ট) সকালে এক আদেশে আরএনবি’র সদস্য সিপাহী মাইন হাসান রাকিব, লিটন চাকমা, হাবিলদার মো. রবিউল ইসলামকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান বলেন, চট্টগ্রাম রেলস্টেশনে একটি অপ্রীতিকর ঘটনার সত্যতা প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় আরএনবির চারজন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে।
জানা যায়,গত ১২ আগষ্ট শুক্রবার রাতে ঢাকা মেইলে বাড়ী যাওয়ার উদ্দেশ্য এক সেনা সদস্য স্টেশনে এলে তার সাথে বগিতে উঠাকে কেন্দ্র করে আরএনবি’র অভিযুক্ত সদস্যদের কথা কাটাকাটি থেকে হাতাহাতি মারামারি পর্যন্ত গড়ায়। অভিযুক্তদের খুঁজে বের করতে সেনাবাহিনী রেলওয়ে স্টেশনে এ বিশেষ অভিযান চালালে সেখানে কিছুটা আতঙ্কও পরিলক্ষিত হয়।