আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার ১১তম বোর্ড মিটিং ১২ আগষ্ট পটিয়া গাংচিল রেস্তোরাঁয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি এপেক্সিয়ান মোহাম্মদ লিয়াকত আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম, এপেক্সিয়ান মোরশেদুর রেজা সবুজ, এপেক্সিয়ান মোরশেদুল আলম, এপেক্সিয়ান ইব্রাহিম রানা, এপেক্সিয়ান ওমর ফারুক ও ফারুক হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা সমাজের কম ভাগ্যবান মানুষের কল্যানে জন্য নিজেদের আরও বেশি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী এক বছরের সামাজিক ও মানবিক কাজের কর্ম পরিকল্পনা গ্রহণ করেন।