জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম কোর্ট শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জজকোর্ট শাখার উদ্যোগে ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহবায়ক এডভোকেট মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ আবদুল মান্নানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট মোহাম্মদ আবছার উদ্দিন হেলাল, এডভোকেট ইউসুফ আলম মাসুদ, এডভোকেট মোহাম্মদ শফিউল হক চৌধুরী সেলিম, এডভোকেট হাসান মাহমুদ চৌধুরী, এডভোকেট মো: কাশেম কামাল, এডভোকেট আ.ন.ম.কামরুল হাসনাত চৌধুরী, এডভোকেট নাছির,এডভোকেট আনোয়ার হোসেন, উদ্দীন আহমদ খান রনি, এডভোকেট মুহাম্মদ আবদুল আজিজ, এডভোকেট আশরাফুল হক আনসারী, এডভোকেট মুরশিদ আলম, এডভোকেট শওকত আউয়াল চৌধুরী, এডভোকেট কাজী মফিজুর রহমান, এডভোকেট তৌহিদ হোসেন সিকদার, এডভোকেট মাশকুরা বেগম মেরি, এডভোকেট লোকমান শাহ, এডভোকেট সাইফুল আবেদীন, এডভোকেট মারুফুল হক চৌধুরী, এডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন মাহমুদ, এডভোকেট উম্মে সালমা মিকা, এডভোকেট পারভিন আক্তার প্রমূখ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শকে ধারণ করে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ও নগর বিএনপির সংগ্রামী আহবায়ক, ফাউন্ডেশনের বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে সামাজিক কর্মকান্ড ও গণমূখী কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশনকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের মাঝে জাতীয়তাবাদের চেতনাকে ফাউন্ডেশনের মাধ্যমে পৌঁছে দিতে হবে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার আদায় ও সর্বোপরি ১০ দফা দাবী আদায়ের চুড়ান্ত আন্দোলনে অত্র ফাউন্ডেশন দৃশ্যমান ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন