চট্টগ্রাম উত্তরে ৯ নেতাকে যুগ্ম-আহবায়ক হিসেবে পদায়নের নির্দেশ কেন্দ্রীয় বিএনপি’র
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক কমিটিতে ৯ নেতাকে সদস্য পদ থেকে যুগ্ম-আহবায়ক পদে পদায়নের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
বুধবার (২০ জুলাই) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ নির্দেশনা দেয়া।
জেলা বিএনপি’র আহবায়ক গোলাম আকবর খোন্দকার বরাবর ইস্যুকৃত নির্দেশনাটি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক যথাক্রমে জালাল উদ্দিন মজুমদার, হারুন অর রশীদ হারুনকে অনুলিপি দেয়া হয়েছে।
যুগ্ম- আহবায়ক পদে যাদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে, তারা হলেন রাউজানের এম এ হালিম, রাঙ্গুনিয়ার অধ্যাপক ইউনুছ চৌধুরী, ফটিকছড়ির আলহাজ্ব সালাউদ্দিন, মিরসরাইয়ের নুরুল আমিন, হাটহাজারীর নুর মোহাম্মদ, মিরসরাইয়ের নুরুল আমিন চেয়ারম্যান, সন্দ্বীপের ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ফটিকছড়ির সরোয়ার আলমগীর এবং সীতাকুন্ডের কাজী মো. সালাউদ্দিন।
জানতে চাইলে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।