রাজধানীতে দুই বাসে আগুন
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি বলেন, রাজধানীর মিরপুর-১ বেড়িবাঁধের নবাবের বাগ উওরপাড়া এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে।
খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। তার আগেই এই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো।