পদ্মাসেতু ইস্যুতে হতাশ বিএনপি নেতারা

সাহস, সক্ষমতা ও আত্মসম্মানের প্রতীক স্বপ্নের পদ্মাসেতুর সফল বাস্তবায়নকে সাদরে গ্রহণ না করায় বিএনপির শীর্ষ নেতাদের ওপর নাখোশ তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী।
তাদের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ড না থাকায় দলের নেতারা নয়াপল্টনে বসে পদ্মাসেতু নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করতে আষাঢ়ে গল্প শোনাচ্ছে। রাজপথের রাজনীতিতে বারবার পরাজিত হয়ে এখন অলস সময় কাটাচ্ছেন তারা।
বিএনপি নেতাদের প্রচার করা গুজব ও মিথ্যাচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দলের সংস্কারপন্থী একজন সিনিয়র নেতা বলেন, ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে থাকায় এখন আমাদের হাতে তেমন কোনো কাজ নেই। রাজপথেও নেতাদের দেখা মেলে না। দলের কার্যক্রম নয়াপল্টনের প্রেস ব্রিফিংয়েই সীমাবদ্ধ। রাজনীতি নিয়ে তাই দলের নেতারা বানিয়ে বানিয়ে আষাঢ়ে গল্প বলছেন।
বিএনপির মুখপাত্র ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের সমালোচনা করে ঐ নেতা বলেন, যেকোনো বিষয়ে পান থেকে চুন খসলেই রিজভী অভিযোগ করেন এবং সরকারকে দোষারোপ করেন। তার এসব কর্মকাণ্ডে দিনদিন সবার কাছে হাস্যরসে পরিণত হচ্ছে বিএনপি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিষাদগ্রস্ত হয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছেন। এতে বিএনপির গ্রহণযোগ্যতা কমছে। কারণ নিচু মানসিকতার একটি দলে কে থাকবে? ধীরে ধীরে বিএনপি এভাবেই জনসমর্থনহীন দলে পরিণত হয়েছে,যার প্রমাণ দেশবাসী দেখেছে পদ্মাসেতু বাস্তবায়ন পরবর্তীতে উদ্বোধনের দিনে। সারাদেশ এদিন আনন্দে মেতেছিল। সারাদেশের ন্যায় পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে আনন্দে মেতেছিল বিএনপির তৃণমূল নেতারাও। তবে পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের হুমকিতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তারা।

আরও পড়ুন