দুর্ধর্ষ সন্ত্রাসী শিবির নাছিরের জামিন না মঞ্জুর

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ শিবির ক্যাডার নাছির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাছিরের জামিন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল রবিউল আলমের আদালত এ জামিন নামঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিবির নাছির জামিনের আবেদন জানালে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। আদালতকে বলা হয়- দুর্ধর্ষ সন্ত্রাসী জামিনে বেরিয়ে এলে ফের অপরাধে জড়াতে পারেন। শুনানি শেষে সেই জামিনের আবেদন নামঞ্জুর করেন বিচারক।
বিভিন্ন সূত্রে জানা গেছে, হত্যা, অপহরণ, অস্ত্র ও চাঁদাবাজির ৩৬টি মামলার আসামি শিবির নাছির। এর মধ্যে ৩১টিতে খালাস ও দুটিতে কারাদণ্ড হলেও আগে কারাভোগে শেষ হয়ে যায়। তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন।

আরও পড়ুন