চট্টগ্রামে ৭ খাবার দোকানকে জরিমানা
চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, পঁচা-বাসি, মানহীন খাবার বিক্রির অপরাধে ৭ রেস্টুরেন্টকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নগরীর ষোলশহর, মুরাদপুর ও ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার দায়ে এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন, সাধারণত নিম্ন আয়ের মানুষ যেসব হোটেলে খায় সেই হোটেলগুলোর সার্বিক অবস্থা উন্নয়নের জন্য এই অভিযান পরিচালনা করা হয়। সেখানে যেমন অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা উপায়ে খাবার তৈরী হয়, তেমনি তা মানহীনও বটে। যাদের রেস্টুরেন্ট চালানোর অনুমতি নেই তাদেরকে সতর্ক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।