চট্টগ্রামে মেট্রোপলিটন চেম্বারের বাণিজ্য মেলা উদ্বোধন

চট্টগ্রাম মট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে সপ্তম আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী। সোমবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।

এ সময় বাণিজ্য মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায়ীদেরকে অবকাঠামোগত সুযোগ সুবিধা দিয়ে তাদের ব্যবসা পরিচালনায় সবসময় সহযোগিতার মানসিকতা নিয়ে থেকেছে। দেশে বিরাজমান স্থিতিশীল পরিবেশ জনগন ও ব্যবসায়ীদের অনুকুলে থাকায় দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। ব্যবসায়ীরা তাদের পণ্য তুলে ধরতে এ জাতীয় মেলা ইতিবাচক ভূমিকা রাখে বলেও তিনি মতামত ব্যক্ত করেন।

চট্টগ্রাম মেট্রাপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দীন চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, মেলার আহবায়ক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবু সামাদ লাবু, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

মেলার আয়োজক মেট্রোপলিট চেম্বার সূত্রে জানা গেছে, এবার প্রায় ৮৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে ৬টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, শিশুদের জন্য কিডস জোনস থাকছে। ২শ স্টলের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের পণ্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন এবারের মেলায়।

আরও পড়ুন