নোংরা খাবার তৈরীর অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে নোংরা, বাসি ও মানহীন খাবার তৈরীর অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) চেরাগী পাহাড়, নন্দনকানন ও বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, ‘চেরাগী পাহাড় এলাকায় নোংরা পরিবেশে খাবার তৈরি ও আয়োডিনবিহীন খোলা লবণ পাওয়ায় চেরাগী রেস্তোরাকে ২৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে নন্দনকানন এলাকার কিউর ফার্মেসিকে ১০ হাজার টাকা, বহদ্দারহাট এলাকায় এসএ ফার্মেসিকে ১০ হাজার টাকা ও মোড়কজাত বিধিনিষেধ না মানায় জান্নাত বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।

আরও পড়ুন