ডেঙ্গু প্রতিরোধে দোহাজারী পৌরসভার মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। পৌর প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের নির্দেশনায় কনজারভেন্সি বিভাগের তত্বাবধানে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসদরের দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতাল, দোহাজারী রেলওয়ে ষ্টেশন, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়, দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারপাড়া, খানবাড়ি, হাজারী দিঘীর পাড়সহ পৌর সদরের বিভিন্ন স্থানে ডোবা-নালায় ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হয়। এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, তন্ময় চাকমা, সাবেক ইউপি সদস্য মো. শাহ্ আলম, প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ, পৌরসভার হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সহকারী কর আদায়কারী মিজানুর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দীন, আ.লীগ নেতা বন্ধন বড়ুয়া, সাংবাদিক সৈকত দাশ ইমন প্রমূখ।
এ ব্যাপারে দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন, “দোহাজারী পৌরসভা এলাকায় ডেঙ্গুর প্রকোপ রোধে মশক নিধন অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ওয়ার্ডে এডিস মশার উৎসস্থলগুলোতে প্রতিনিয়ত ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হবে। পৌরবাসীর নাগরিক সেবা বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে দোহাজারী পৌরসভা কাজ করবে।”
মশাবাহিত রোগ ও ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে নিজেদের ঘর-বাড়ী বা দোকানঘরের আশপাশ পরিষ্কার-পরিছন্ন রাখার পরামর্শ দেন তিনি।