চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

চট্টগ্রাম নগরীর অন্যতম বিদ্যাপীঠ সরকারী চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’গ্রæপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রæপের মধ্যে সংঘটিত ঘটনায় ৬জন আহত হয়েছেন। আহতরা হলেন সাফায়েত হোসেন রাজু (গণিত চতুর্থ বর্ষ), হামিম রাফসান (এইচএসসি দ্বিতীয় বর্ষ), জাহেদুল অভি (ইসলামের ইতিহাস দ্বিতীয় বর্ষ), ওয়াহিদুল রহমান সুজন (স্নাতক তৃতীয় বর্ষ) ও আলিফ জাবেদ (ইতিহাস প্রথম বর্ষ)।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, সাধারণ সম্পাদকের মদদে বহিরাগত সন্ত্রাসী ভাড়াটিয়া এনে আমাদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী চক্র। মূলত তারা ছাত্রলীগের কেউ নয়। সাধারণ শিক্ষার্থীরাও তাদের হামলা থেকে রেহায় পায়নি।

সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ জানান, সভাপতির অনুসারীরা আমার এক কর্মীর ওপর অতর্কিতভাবে হামলা করেছে। এরপর সংঘর্ষের ঘটনা ঘটে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের মজুমদার বলেন, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। আমরা ঘটনাস্থলে আছি। কি কারণে ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছি।

এদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা কেউ হতাহত হয়নি দাবি করলেও সংঘর্ষে লিপ্ত উভয় পক্ষ নিজেদের অনুসারী৫/৬জন আহত হয়েছেন বলে দাবি করেছেন।

আরও পড়ুন