বন্দর থানায় সিএমপি কমিশনারের বিশেষ ব্রিফিং
চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশের অন্যতম জরুরী ইউনিট বন্দর থানা পরিদর্শন ও বিশেষ ব্রিফ্রিং করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় ।
বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর থানা পরিদর্শনে এসে তিনি পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিংয়ে অংশ নেন।
এ সময় সিএমপি কমিশনার বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। আইনী সেবা পেতে নাগরিকদের হয়রানি করা থেকে বিরত থাকতে হবে। সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক নির্মূলে সবাইকে আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সেবা ও মানবিকতার অনন্য নজির স্থাপন করে জনবান্ধব পুলিশী মনোভাব তৈরী করা না গেলে জনমনে আস্থাহীনতা তৈরী হবে। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালনে পক্ষপাত মুক্ত থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে আরও আন্তরিক হতে হবে বলে তিনি দাবি করেন।
এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বন্দর থানার অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।