চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা লিমনের বিরুদ্ধে ধর্ষণ মামলা
প্রেমের সর্ম্পকের সূত্রে ফেনী থেকে চট্টগ্রাম এনে বন্ধুর বাসায় রেখে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ ওঠেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ এম এ আসিফ চৌধুরী লিমনের বিরুদ্ধে। বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে ওই তরুণী বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৪ এর বিচারক মো. জামিউল হায়দারের আদালতে একটি মামলা দায়ের করেন
আদালতের বেঞ্চ সহকারী মো. আব্বাস বলেন, ধর্ষণের অভিযোগে আসিফ চৌধুরী লিমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী নিজেই মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, মামলার বাদী ওই তরুণীর বাড়ি ফেনী জেলায়। আসিফ চৌধুরী লিমনের সাথে ২০২০ সাল থেকে তার প্রেমের সম্পর্ক। এরমধ্যে লিমন তাকে ফুঁসলিয়ে ৩ সেপ্টেম্বর মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে চট্টগ্রাম নিয়ে আসেন। পরে এক বন্ধুর বাসায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। এতে ওই তরুণী অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাও নিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন।