দোহাজারীতে বাসচাপায় অটোরিকশা চালক নিহত
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় সাব্বির (১৩) নামে ব্যাটারি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার সময় মহাসড়কের সরকারপাড়ার মূখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির সরকারপাড়া এলাকার আলী হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বৃহস্পতিবার দুপুর দুইটার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী শ্যামলী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০১৫০) মহাসড়কের সরকারপাড়া মূখ এলাকায় পৌঁছলে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারায় চালক সাব্বির।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক সুমন রহমান জানান, ঘটনাস্থল থেকে বাসটি আটক করে থানায় আনা হয়েছে। চালক ও হেলপার পলাতক। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। স্বজনেরা এলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের লাশ হস্তান্তর করা হবে।