চট্টগ্রামে প্রতারককে বেলাল গ্রেপ্তার

চট্টগ্রামে প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে সাধারণ মানুষকে নিঃস্ব করার অভিযোগে বেলাল হোসেন (৩১) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যব-৭। প্রতারক বেলাল ফটিকছড়ি উপজেলার বক্তপুর গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাকে ফটিকছড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, জনৈক খোরশেদুল আলম নাম এক ব্যক্তির দায়ের করা অভিযোগের সূত্র ধরে র‌্যাব এ প্রতারককে গ্রেপ্তার করে। প্রতারক বেলাল ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে পুলিশের এসআই, ওসি, সার্কেল এএসপি’র পরিচয় দিয়ে তিন দফায় খোরশেদের নিকট থেকে ৫০হাজার ৪০টাকা আদায় করে। পরে আবারও র‌্যাব পরিচয়ে টাকা দাবি করলে খোরশেদ বিষয়টি র‌্যাবকে অবহিত করে। র‌্যাব প্রতারণার বিষয়টি আঁচ করতে অভিযানে নেমে অবশেষে প্রতারক বেলালকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

র‌্যাব সংবাদ মাধ্যমকে জানায়, এ প্রতারক শুধু ভুক্তভোগী বেলালের কাছ থেকে নয় সে প্রতারণার মাধ্যমে অনেক মানুষের টাকা হাতিয়ে নিয়ে পথে বসিয়েছে। এ প্রতারক বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের কাছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী/র‌্যাব বাহিনীর সদস্য হিসাবে মিথ্যা পরিচয় দিয়ে প্রাইভেটকার ভাড়া করে ঘুরে বেড়াত এবং বিভিন্ন কাজ করে দেওয়ার নাম করে বিভিন্ন অজুহাতে বিভিন্ন লোকের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। উক্ত প্রতারক স্থানীয় তথাকথিত অনিবন্ধিত বিভিন্ন অনলাইন চ্যানেল হতে বিভিন্ন ক্রাইম ও মামলার খবর, জমিজমার বিবাদের খবর নিয়ে নিজেকে কখনো এসআই বা থানার ওসি, কখনো সার্কেল এএসপি বা এসপি কখনো র‌্যাবের অফিসার ইত্যাদি পরিচয় দিয়ে কথা বলত ও টাকা দাবী করত এবং টাকা না দিলে কিংবা দিতে দেরী করলে হুমকি ধামকি দিত।

গ্রেপ্তার হওয়া বেলাল আরো জানায়, ২০২১ সালের আগে তার মুরগির ফার্ম ছিল। ২০২১ সালের মে মাসে সে সর্বপ্রথম প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের নিকট হতে টাকা হাতিয়ে নেয়ার কাজ শুরু করে। সর্বপ্রথম সে তার বন্ধুবান্ধব এবং পরিচিতজনকে বিভিন্ন পুলিশ অফিসার বা র‌্যাবের পরিচয় দিয়ে ভয় দেখাতো। তারপর ২০২১ সালের মে মাসে সে একটি মুদির দোকানে সয়াবিন তেলের ডিলার সেজে ৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়া সে থানার ওসি সেজে ইউনিয়ন পরিষদের দফাদার এর নিকট হতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদ প্রার্থীদের মোবাইল নাম্বর সংগ্রহ করে পরবর্তীতে তাদেরকে নির্বাচনে সহযোগিতা করার কথা বলে বিভিন্ন পরিমান টাকা আদায় করে। সর্বশেষ রাউজান থানায় একটি বাচ্ছা মারা যাওয়ার ঘটনায় তার পিতার নিকট পোষ্টমর্টেম এর ঝামেলা এড়ানোর কথা বলে নির্মমভাবে ৫ হাজার টাকা আদায় করেছে।

গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন