চট্টগ্রামে মহসিন কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আশকার দিঘীর পাড় এলাকায় অরিত্র ঘোষ (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত অরিত্র মহসিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সে ওই এলাকার স্বপন ঘোষের ছেলে। বুধবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, অনেকক্ষণ অরিত্রের কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকির একপর্যায়ে তার ঝুলন্ত দেহ দেখতে পায় দ্রæত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ১৩ বছর আগে তার আরেক ভাইও আত্মহত্যা করে বলে পিতা স্বপন ঘোষ জানায়। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘গতকাল রাতে অরিত্র ঘোষ নামে ওই কলেজ শিক্ষার্থী নিজ বাসায় আত্মহত্যা করেছে বলে জানতে পারি। পরিবারের লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।