সিএনজি চালকের সাথে মারামারি জের : চবির মূল ফটকে তালা দিলো ছাত্রলীগ

সিএনজি চালকের সাথে মারধরের জের থেকে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় (চবি) মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ। রবিবার (২১ আগস্ট) সন্ধ্যা নাগাদ মূল ফটকে অবস্থান নিয়ে তালা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা নিজেদের এক কর্মীকে সিএনজি চালক কর্তৃক মারধর করেছে এমন অভিযোগ তুলেন। তবে ছাত্রলীগ নেতারা বলছেন, শিক্ষার্থীর ওপর সিএনজি চালকদের হামলার প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরাই মূল ফটকে তালা দিয়েছে।

জানা গেছে, শুক্রবার সুমিত দুই পরীক্ষার্থীকে নিয়ে ভাটিয়ারীতে যাওয়ার জন্য জিরো পয়েন্টে আসেন। সেখানে এক সিএনজি চালককে ভাড়া জিজ্ঞেস করলে ১৫০০ টাকা চায়। সুমিত এত টাকা দাবি করার কারণ জিজ্ঞেস করে। এসময় সিএনজি চালক তাকে গালাগাল করে। এক পর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। রোববার সুমিত তার বন্ধুকে নিয়ে রেলক্রসিং এলাকায় গেলে স্থানীয় ৭ সিএনজি চালক এসে সুমিতকে মারধর শুরু করে। পাইপ দিয়ে আঘাতের ফলে সুমিত রক্তাক্ত হয়ে পড়ে। এসময় সুমিত ও তার বন্ধুর মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় চালকরা। পরে আহতাবস্থায় সুমিতকে চবি মেডিকেলে সেন্টারে আনা হয়।

চবি ছাত্রলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ফোরকানুল বলেন, আমাদের এক জুনিয়রকে অহেতুক মারধর করেছে স্থানীয় কিছু সিন্ডিকেট। দীর্ঘদিন ধরে স্থানীয় সিএনজি চালকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করে। আমরা দোষীদের বিচারের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘সুমিত নামে আধুনিক ভাষা ইন্সটিটিউটের এক শিক্ষার্থী ও তার সহকর্মীদের রেল স্টেশনে রড দিয়ে পিটিয়েছে সিএনজি চালকরা। তারা রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ক্ষিপ্ত সাধারণ শিক্ষার্থীরা মেইন গেইটে অবস্থান নিয়েছে।