চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বেপারি পাড়ার একটি আবাসিক এলাকার আগুন লাগার ঘটনা ঘটেছে।
রবিবার (২১ আগস্ট) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসসহ দুই ইউনিটের ৫টি গাড়ি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রেণে কাজ করেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এনামুল হক বলেন, দমকল বাহিনী এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পরে বিস্তারিত জানানো হবে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তিনি নিশ্চিত করতে পারেননি।
তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগ্রাবাদ ছোটপোল এলাকার কাউন্সিলর অফিসের পাশের একটি কলোনিতে এ আগুন লাগার ঘটনাটি ঘটে।