চট্টগ্রামে তিন সোনা পাচারকারীর যাবজ্জীবন
চট্টগ্রামে তিন সোনা পাচারকারীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন মো: ফারুক, জাকির হোসেন মুন্না ও মো. জহির।
রোববার (২১ আগস্ট) মহানগর পিপি মো: ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কারাগারে থাকা ফারুক আদালতে হাজির থাকলেও জামিনে থাকা বাকী দুই আসামী পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৩ জুন সকালে নগরীর বায়েজিদ থানার রুবি গেইট এলাকায় সড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি করে পুলিশ ১২০টি সোনার বার উদ্ধার করে পুলিশ। গাড়ীর যাত্রী ফারুক, মুন্না ও জহির এ সময় গ্রেপ্তার হন। স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় বায়েজিদ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জীব দত্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ নভেম্বর তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরের বছরের ১৮ এপ্রিল আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রণহ শেষে আদালত আসামীদের বিরুদ্ধে যাবজ্জীবন দন্ডাদেশ দেন।