চট্টগ্রামে বাসায় টিসিবি’র পন্য রেখে আটক সুমন
চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় টিসিবির পন্য মজুদ করে র্যাবের হাতে ধরা খেলেন সুমন নামের এক যুবক।
রোববার (২১ আগস্ট) সকালে নগরীর বায়েজিদ থানাধীন আমিন জুট মিল এলাকার বাসা থেকে আনুমানিক ৪শ লিটার তেল, ২শ কেজি চিনি ও ৩৬০ কেজি ডালসহ তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমিন জুট মিল এলাকায় অভিযান চালিয়ে সুমন নামে একজনকে আটক করা হয়েছে।
এ সময় টিসিবির মজুদকৃত পন্য তেল, চিনি, ডাল উদ্ধার করা হয়। আসামি সুমন টিসিবির সয়াবিন তেল অন্য ব্র্যান্ডের বোতলে ভরে অন্য পন্য খোলা প্যাকেটি বা পলিতে বিক্রি করতেন।